পদ্মা নদীতে চলাচল করা ফেরির সামনে ও পেছনে রাবারের আস্তরণ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনো কিছুর সঙ্গে ধাক্কা সামলাতেই এই ব্যবস্থা। এটি লাগাতে শিগগিরই দরপত্র আহ্বান করা হবে বলেও জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম।
পদ্মা সেতুতে পরপর ফেরির ধাক্কার ঘটনার পর বিআইডব্লিউটিসি এই সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আমরা ফেরিতে রাবারের পেন্ডার লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা ফেরির সামনে ও পেছনে লাগানো হবে। এটা লাগানোর কারণ, ফেরি কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগলে, সেটা যাতে শোষিত হয়।