ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়েছেন প্রায় দশদিন হতে চলল। শুধু বার্সেলোনা ভক্তরাই নন, মেসি নিজেও ফিরতে চান তার প্রিয় ক্লাবটিতে। মেসির সেই আসা কিছুটা হলেও পূরণ হয়েছে।
আবারও বার্সেলোনায় ফিরেছেন । তবে বার্সেলোনা ক্লাবের হয়ে খেলতে হয় নয়, ছুটি কাটাতে ফ্রান্স থেকে বার্সেলোনায় এসেছেন তিনি।
ফরাসি ক্লাব পিএসজিতে মেসি চলে গেলেও সেখানে এখনো থিতু হতে পারেননি মেসি। প্যারিসে এখনো হোটেলে থাকছেন তিনি। ক্লাবের পক্ষ থেকে বাসা খুঁজে দেয়ার দায়িত্ব দেয়া হলেও পছন্দমত বাড়ি এখনো পাওয়া যায়নি। সেজন্য ছুটি পেয়েই ফিরেছেন প্রিয় বার্সেলোনাতে।
জানা গেছে, বেশ কয়েকদিনের ছুটি পেয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। ছুটিেউপভোগ করতে কাতালুনিয়ায়, কাস্তেইদেফেলসে নিজের ডেরায় ফিরেছেন। এর ফলে বার্সেলোনা সমর্থকরা আরেকবার প্রিয় মেসিকে তাদের নিজ সহরে দেখার সুযোগ পাচ্ছেন।