টিকটকার অপু। সোশ্যাল মিডিয়া লাইকিতে রঙিন চুলে ছোট ভিডিও করে বেশ পরিচিত। পরিচিতি পান ‘অপু ভাই’ নামে। প্লাটফর্মটিতে তার ফলোয়ার ১০ লাখের বেশি। গত বছর রাস্তায় মারামারি করে গিয়েছিলেন হাজতে। বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব তাকে নিয়ে আসেন অভিনয়ে। সুযোগ দেন ‘ইউটিউমার’ নামে একটি ওয়েব ফিল্মে।
তখন থেকে বিষয়টি নিয়ে সমালোচনা। সেই সমালোচনা উষ্কে দিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। এবার তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন এই নির্মাতা।
সিনিয়র ভার্সেস জুনিয়র’ নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন মামুন। সেখানে অভিনয় করবেন ‘অপু ভাই’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপুর একটি ছবি পোস্ট করে নির্মাতা লিখেছেন, ‘কে কিভাবে নেবেন আমি জানি না, তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। সিনিয়র বনাম জুনিয়র ওয়েব সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে আলিয়ান হয়ে। এক মাস অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবে অপু।’
অনন্য মামুনের ওই পোস্টের পর যেন সমালোচনার ঝড় শুরু হয়। খেপেছেন থিয়েটারকর্মী ও সাধারণ সিনেমাপ্রেমীরাও।