1. admin@thedailyintessar.com : rashedintessar :
কথায় কথায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশংসা, এটা কি তাদের মনের কথা - The Daily Intessar
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন

কথায় কথায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশংসা, এটা কি তাদের মনের কথা

টিডিআই রিপোর্ট :
  • Update Time : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে। কথায় কথায় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে কথা বলে, শ্লোগান দেয়, প্রশংসা করে, আমার তাদের কাছে প্রশ্ন, এটা কি তাদের মনের কথা।

বুধবার সচিবালয়ে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের’ উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্টের আগে নব্য আওয়ামী লীগারদের অনেকেই মুজিব কোট পরত। কিন্তু ১৫ আগস্টের পর তাদের অনেকেই মুজিব কোট লুকানোর চেষ্টায় ছিল। বঙ্গবন্ধুর খুনি মোশতাকের চোখের পানির কথা জাতি এখনো ভুলে যায়নি, তাই অতি আপনজন সাজার কোনো প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘আজ ভয় হয় যখন দেখি সচিবালয়ের চারদিকে  বিলবোর্ড, পোস্টারে  আকাশ ঢেকে যায়। কারণ ১৫ আগস্টের আগেও দলে দলে ফুল ও মিছিল নিয়ে এসেছে। তোয়াজ-তোষণের ফল এবং পরিণতি শুভ নয়। শেখ হাসিনার সরকার চায় স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা।’

সরকারি কর্মকর্তা বা প্রশাসকদের সঙ্গে রাজনীতিকদের সুসম্পর্ক থাকতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনীতিকরা সিদ্ধান্ত দেবেন আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা।’ 

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মো. খাইরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar