চট্টগ্রাম সাতকানিয়া পৌরসভায় ও উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার মহতী উদ্যোগ হাতে নিয়েছে “সরলিয়া পাড়া সমাজ উন্নয়ন কমিটি”। আর এই উদ্যোগটি বাস্তবায়নে মাঠে নেমেছে এক ঝাঁক সমাজকর্মী।
মানুষদের ফ্রি সেবা দিতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সাতকানিয়া পৌরসভা ও উপজেলায় ভালোবাসা বিলাচ্ছেন সংগঠনের উদ্যমী সমাজকর্মীরা।
সংগঠনের সভাপতি মোহাম্মদ ইদ্রিস জানিয়েছেন, করোনা আক্রান্ত ও অক্সিজেন স্যাচুরেশন কম থাকা রোগীদের সেবায় আমাদের এই সংগঠন।
করোনার এই দুঃসময়ে অক্সিজেন সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। নিশ্চয়ই আমরা একদিন সকলের মুখে হাসি দেখতে পাবো, দেখতে পাবো হাস্যোজ্জ্বল বাংলাদেশ।