1. admin@thedailyintessar.com : rashedintessar :
আজ রাতেই মেসিকে নিয়ে ভিন্ন আয়োজন দর্শকদের - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:০১ পূর্বাহ্ন

আজ রাতেই মেসিকে নিয়ে ভিন্ন আয়োজন দর্শকদের

টিডিআই রিপোর্ট :
  • Update Time : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

পিএসজির জার্সি গায়ে আজ রাতেই প্রথমবার নামতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি। অবশেষে পিএসজি সমর্থকদের মেসিকে দেখতে পাবার অপেক্ষা ফুরালো। 

রেমজের বিপক্ষে এই আর্জেন্টাইনকে দলটির স্কোয়াডে রেখেছেন কোচ মাওরোসিও পচেত্তিনো। এই প্রথম দলটির স্কোয়াডে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। পিএসজির আরেক ফুটবলার কিলিয়ান এমবাপের দলবদল নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তিনিও আছেন স্কোয়াডে।

পিএসজির স্কোয়াডে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আজই একসঙ্গে দেখা মিলতে পারে সময়ের তিন সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি-কিলিয়ান এমবাপে ও নেইমারকে। 

বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ফরাসি লিগে রেমজের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। রেমজের মাঠে পিএসজির এই ম্যাচের টিকিট বিক্রি অনেক আগেই শেষ। পুরো স্টেডিয়াম থাকবে কানায় কানায়। মেসি নামলে তাকে নিয়ে ভিন্ন আয়োজন থাকছে দর্শকদের। প্ল্যাকার্ড, ব্যানার আর আতশবাজির বাহারি রঙে মেসিকে স্বাগতম জানাবে তারা।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar