সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মানিকে মাগে হিথে’ শিরোনামে একটি সিংহলী ভাষার গান ভাইরাল হয়েছে; সাধারণ শ্রোতাদের পাশাপাশি অমিতাভ বচ্চনের তারকারাও এ গানের সুর ও গায়কীর মায়াজালে মজেছেন।
যার মুখ থেকে গানটি বিশ্বের বিভিন্ন দেশের কোটি মানুষের মুখে মুখে ছড়িয়েছে সেই গায়িকার নাম ইয়োহানি ডি সিলভা; শ্রীলংকার তরুণ শিল্পী, গীতিকার ও সংগীত প্রযোজক। গানটি ইয়োহানির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ২২ মে; সপ্তাহ খানেক আগে গানটি ভাইরাল হওয়ার পর এখন পর্যন্ত ৭ কোটিরও বেশিবার ‘ভিউ’ হয়েছে। এর বাইরে ইয়োহানির কণ্ঠে গানের অংশবিশেষ ভাইরাল হয়েছে ফেইসবুক ও টুইটারে।
তার গায়কী নিয়ে মুগ্ধতা জানালেন অমিতাভ বচ্চন; তার কালিয়া গানের নাচের তালে ব্যাকগ্রাউন্ডে গানটি বসিয়ে টুইটারে প্রকাশ করে তিনি লিখেছেন, গানটি তিনি লুপে রেখে শুনছেন। আরেক বলিউডের অভিনেত্রী পরিনীতি চোপড়া নিজের কণ্ঠে গানটি ধারণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
গানটি প্রথমে গেয়েছেন শ্রীলংকার র্যাপার সথিশন রথনায়কা; পরে ইয়োহানির সঙ্গে কাভার করেছেন তিনি। গানের শিরোনাম ‘মানিকে মাগে হিথে’র অর্থ ‘তুমি আমার হৃদয়ের মণি’।
শ্রীলংকার কলম্বোয় জন্ম নেওয়া ইয়োহানার বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা ও মা সাবেক এয়ার হোস্টেস। ২৮ বছর বয়সী এ গায়িকাকে শ্রীলংকার ‘র্যাপ প্রিন্সেস’ বলে অভিহিত করা হয়। ২০১৬ সালে তিনি ইউটিউব চ্যানেল খোলার পর গান প্রকাশ করতে থাকেন।