২৭ দিন কারাবাসের পর আজ দুপুরে বনানীর বাসায় ফিরেছেন পরীমণি। আর বাসায় ফিরেই মাংস দিয়ে ভাত খেয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, বাসায় আসার পর মামা ভাত খাইয়ে দিয়েছেন। আসলে এই ২৭ দিন কিছু মিস করিনি। একটা স্বপ্ন নিয়ে ঘুমিয়ে ছিলাম। ঘুম ভাঙলো বাসায় চলে এলাম।
কাজে ফেরার কথা জানতে চাইলে পরীমণি বলেন, কারো সঙ্গেই তো এতদিন যোগাযোগ ছিল না। কদিন বিশ্রাম নিয়ে সবার সঙ্গে যোগাযোগ করে কাজ শুরু করবো। বাসায় এসে জানতে পারলাম বাসা ছাড়ার জন্য নোটিশ দিয়েছে। এই মুহূর্তে আমি কোথায় যাব? জীবনটা অতিষ্ঠ করে ছেড়ে দিয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন পরীমণি