1. admin@thedailyintessar.com : rashedintessar :
টি-টোয়েন্টির ছয় নম্বর পজিশনে বাংলাদেশ - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন

টি-টোয়েন্টির ছয় নম্বর পজিশনে বাংলাদেশ

টিডিআই রিপোর্ট :
  • Update Time : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ছয় নম্বর পজিশনে উঠে গেলে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় জিতে দশ নম্বর পজিশন থেকে সাতে উঠে যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানে ইনিংস গুটায় নিউজিল্যান্ড। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ রানের জয় পায় বাংলাদেশ।

আইসিসি র‍্যাংকিং হালনাগাদ করা হলেও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সংস্থাটির ওয়েবসাইটে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ২৪১ রেটিং নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। মাহমুদউল্লাহরা পেছনে ফেলেছে অস্ট্রেলিয়া (২৪০), শ্রীলংকা (২৩৫), আফগানিস্তান (২৩৬) ও ওয়েস্টে ইন্ডিজকে (২৩৪)।

সিরিজের প্রথম এবং প্রথমবারের মতো কিউইদের হারানোয় টাইগারদের মিলে ৪টি রেটিং পয়েন্ট। তাতে এগোয় তিন ধাপ। এবার এগোল আরও একধাপ। এই সিরিজেই তাদের সুযোগ আছে সেরা পাঁচে ওঠার। কিউইদেরকে হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশ উঠে আসবে সেরা পাঁচে।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar