1. admin@thedailyintessar.com : rashedintessar :
সংক্ষিপ্ত ভার্সনে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় টাইগাররা - The Daily Intessar
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন

সংক্ষিপ্ত ভার্সনে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় টাইগাররা

টিডিআই রিপোর্ট :
  • Update Time : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজের দ্বিতীয় ম্যাচও জিততে চায় সাকিব-মাহমুদউল্লাহরা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন ৬০ রানে অলআউট করে দেয় টাইগাররা। ব্যাটিংয়ের শুরুতে চাপে পড়লেও ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ১১তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। অবশ্য হোম কন্ডিশন বিবেচনায় এমনটা প্রত্যাশিত ছিল।

মিরপুরের স্লো ও নিচু উইকেট বাংলাদেশের স্পিনার এবং পেসার মোস্তাফিজুর রহমানের জন্য যথার্থ। এখানে কাটার এবং স্লোয়ার খুব কার্যকরী এবং প্রথম ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে। গত মাসে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পরিকল্পনা কাজে লেগেছে টিম টাইগারের। পরিকল্পনা অনুযায়ী স্পিনাররা প্রতিপক্ষের টপ অর্ডারে ধস নামাবে এবং কাজ শেষ করবেন মোস্তাফিজ।

শুরুতে  স্পিনারদের বিপক্ষে খেই হারিয়েছে নিউজিল্যান্ডের টপ অর্ডার। এরপর শেষ দিকে লেজ কেটে দিয়েছেন মোস্তাফিজ। দুর্দান্ত জয়ের পরও ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন ম্যাচে বল হাতে ১০ রানে ২ উইকেট ও ব্যাট হাতে ২৫ রান করে ম্যাচ সেরা হওয়া বাংলাদেশের সাকিব আল হাসান। 

সাকিব বলেন, ‘সিরিজের প্রথম ম্যাচে জয়ের অনুভূতি দারুণ। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনে আমরা আগে কখনো জয় পাইনি।’

তিনি আরও বলেন, ‘এই জয় আমাদের আত্মবিশ্বাসী করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আমরা ভালো বল করেছি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে আমাদের ব্যাটিং প্রত্যাশানুযায়ী হয়নি। ব্যাটিংয়ের জন্য কন্ডিশন উপযোগী নয়।’

নিজেদের শেষ দশ ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স মোটেও ভালো নয়। এখন পর্যন্ত ১০৯ ম্যাচ খেলে ৩৯টিতে জিতেছে তারা। ম্যাচ হেরেছে ৬৭টি। আর দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামিম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar