বর্তমান সময়ে বলিউডের অন্যতম ফিট ও সুদর্শন অভিনেতা বিদ্যুৎ। তার অসংখ্য ভক্ত-অনুরাগীর সংখ্যা অনেক। তাদের কিছুটা নৈরাশ করে বাগদাদ সেরে ফেলেছেন বিদ্যুৎ। তাও আবার সম্রাট শাহজাহানের তৈরি তাজমহলের সামনে।
পাত্রী দীর্ঘদিনের বান্ধবী নন্দিতা মাহতানি। তাহমহলের সামনে দাঁড়িয়ে প্রেয়সীর হাতে আংটি পরিয়ে ঘর বাঁধার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ। এ বাগদান তার অসংখ্য নারী অনুরাগীর হৃদয় ভেঙে দিয়েছে।
কমান্ডো’খ্যাত বলিউড অভিনেতা বিদ্যুতের সঙ্গে নন্দিতার সম্পর্ক দীর্ঘদিনের। ফিল্মফেয়ারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে— কোনো আড়ম্বর ছাড়া প্রায় চুপিসারেই বাগদান সেরেছেন তিনি। ২ সেপ্টেম্বর তাদের আংটিবদলের পর্ব সম্পন্ন হয়েছে।
অন্যদিকে বলিউডের পরিচিত নাম নন্দিতা মাহতানি। তার ডিজাইন করা কাপড় উঠেছে তারকাদের গায়ে। বিদ্যুতের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছে এ ডিজাইনারের। সম্প্রতি তাজমহলে বেড়াতে গিয়েছিলেন বিদ্যুৎ। সঙ্গে গিয়েছিলেন নন্দিতাও। এর পরেই আসে বাগদানের খবর।