অবশেষে জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটি গঠিত হতে যাচ্ছে। যে কোনো সময় কমিটি ঘোষণা করা হবে গুঞ্জন শোনা যাচ্ছে। দলীয় সূত্র জানিয়েছে, চলতি মাসের মধ্যেই যুবদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।
যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে আহবায়ক ও ১ নং যুগ্মসাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কে সদস্য সচিব করে এবারের আহবায়ক কমিটি চূড়ান্ত হতে পারে এমনি জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
আরেকটি সূত্র জানিয়েছে, বিএনপির প্রধান এই অঙ্গ সংগঠনটির নেতৃত্বে বর্তমান কমিটিতে শীর্ষপদে যারা আছেন তাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারাও যুক্ত হতে পারেন। যুবদলের আহবায়ক কমিটিতে বর্তমান কমিটির ‘সক্রিয়’ নেতাদের কেউ বাদ পড়লে তাদেরকে যোগ্যতা অনুযায়ী বিএনপিতেও স্থান দেওয়া হবে।