আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর ভেঙ্গে দিয়ে অপপ্রচার করা হয়েছে দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল দশটায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। করোনা মহামারীর পর দীর্ঘ প্রায় এক বছর পর এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় আমরা দেড় লক্ষ ঘর বানিয়ে দিয়েছি। সেখানে তিনশ ঘরে কিছু সমস্যা হয়েছে। সেগুলো খোঁজ করতে গিয়ে দেখি, কিছু মানুষ শাবল-রড দিয়ে সেসব ঘর ভেঙেছে এবং বিভিন্ন মাধ্যমে ছবি প্রচার করেছে। গণমাধ্যম এসব না বুঝে, খোঁজ না নিয়ে দেখিয়েছে, বিষয়টি দুঃখজনক।
সর্বশেষ ২০২০ সালের ৩ অক্টোবর কার্যনির্বাহী সংসদের বৈঠক করে আওয়ামী লীগ। আজকের বৈঠকে অংশগ্রহণের জন্য ৫৩ জন কেন্দ্রীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়। তারা গত মঙ্গলবার করোনা পরীক্ষা করেছেন। অপেক্ষাকৃত বয়স্ক এবং স্বাস্থ্যগত দিক বিবেচনা করে কেন্দ্রীয় অন্যান্য নেতাদের এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। বলে দলীয়ভাবে জানানো হয়েছে।