দেশে পুরুষের পাশাপাশি বেড়েছে নারী মাদকাসক্তের সংখ্যাও। বিভিন্ন বয়সী নারীদের অনেকেই ইয়াবা, গাঁজা, আইস ও এলএসডির মতো মরণ নেশার ছোবলে আসক্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, দেশে নারী মাদকাসক্তের হার বাড়ছে। আসক্তরা জানান, নানা রকম প্রলোভনে পড়ে তারাও ঝুকছেন নতুন নতুন মাদকে। তবে, বেরুতে চান, এই মরণ নেশার ছোবল থেকে।
বন্ধু-বান্ধবীর খপ্পড়ে পড়ে, ইয়াবায় আসক্ত হয়ে পড়েন তরুণী। শুধু ইয়াবাই নয়, আসক্ত হন নতুন নেশা আইসেও। ছয়বার থেকেছেন রিহ্যাব সেন্টারে। তবু বেরুতে পারেননি নেশার জাল থেকে।
এমনই আরেকজন মডেলিং পেশার সাথে যুক্ত নারী নেশার জালে নিজেকে জড়িয়ে ফেলেন, ২০০৯ সালে। স্বামী আসক্ত থাকায়, স্বামীর সাথে তিনিও আসক্ত হয়ে পড়েন ইয়াবাসহ আরো নানা মাদকে।
এমনই আরেকজন, যিনি না জেনে বিয়ে করেন এক ইয়াবা ব্যবসায়ীকে। স্বামীর সংস্পর্শে এসে নিজেও আসক্ত হয়ে পড়েন। গত এক বছরে তিনবার এসেছেন রিহ্যাবে।
মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রের কনসালটেন্ট মমতাজ খাতুন জানান এখন আগের তুলনায় মালটিপল নেশায়, নারীরা বেশি আসক্ত হচ্ছেন।
তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে এখনো দেশে মোট মাদকাসক্তের সঠিক পরিসংখ্যান নেই।
তবে, বিভিন্ন নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন মাদকাসক্ত নারীরা জানান, তারা সুস্থ হয়ে ফিরতে চান, স্বাভাবিক জীবনে।