1. admin@thedailyintessar.com : rashedintessar :
মমতা'র চরিত্রে মিথিলা - The Daily Intessar
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৪ পূর্বাহ্ন

মমতা’র চরিত্রে মিথিলা

টিডিআই রিপোর্ট :
  • Update Time : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

কলকাতায় ব্যস্ততা বাড়ছে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। এরই মাঝে খবর এলো ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা মদন মিত্রের জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন টালিগঞ্জের নির্মাতা রাজর্ষি দে। সেই সিনেমায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন এমন খবর প্রকাশ করলেও, এ প্রসঙ্গে মিথিলার ভাষ্য, ‘আমি এই সম্পর্কে এখনও কিছুই জানি না। ’

অভিনেত্রী আরও বলেন, টালিউডে সবার কাজের সঙ্গে এখনও ভালো করে পরিচিত হইনি। এই মুহূর্তে ভালো চিত্রনাট্য আর বলিষ্ঠ চরিত্র দেখে কাজ করছি। এছাড়া ভালো স্ক্রিপ্ট পেলে, ভালো চরিত্র পেলে অবশ্যই নিয়মিত কাজ করবো।

বিষয়টি নিয়ে পরিচালক রাজর্ষি দে বলেন, ‘মিথিলা থাকবেন ছবিতে। তবে কোন চরিত্রে থাকবেন, সেটা এখনও ঠিক হয়নি।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar