জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালকে টি২০ দলে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন হয়েছে চট্টগ্রামে। মঙ্গলবার বিকেলে নগরের কাজীর দেউড়ি মোড়ে ‘ক্রিকেটপ্রেমী চট্টগ্রামবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেখানে মানববন্ধনের আয়োজন করা হয়েছে তার একটু দূরেই তামিম ইকবালের বাসা।
মানববন্ধনে বিভিন্ন বয়সী মানুষ ও খুদে ক্রিকেটাররা অংশ নেন। তাদের হাতে ছিল ‘প্লিজ তামিম ফিরে আসো’, ‘বিসিবি সিনিয়র ক্রিকেটারদের সম্মান দাও’, ‘কাম ব্যাক তামিম’ লেখা পোস্টার। মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ দল থেকে মাশরাফিকে সরিয়ে দেওয়া হলো। রিয়াদও টেস্ট ক্রিকেটে ভালো করার পর অভিমান করে অবসরের ঘোষণা দিলেন। মুশফিকুর রহিমও উইকেট কিপিং না করার কথা বলেছেন। একইভাবে অভিমান করে তামিমও বিশ্বকাপে না খেলার কথা বলেছেন।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর টি২০ বিশ্বকাপ দলে না খেলার ঘোষণা দেন তামিম ইকবাল।