শোবিজে এক সময় উজ্জ্বল ছিল অভিনেত্রী আনিকা কবির শখের ক্যারিয়ার। সেই শখ হঠাৎ লাপাত্তা শোবিজ থেকে। শখ এর কারণ হিসেবে জানালেন নতুন এক খবর। মা হতে যাচ্ছেন তিনি।
শখ বলেন, ‘এটা আমার জীবনের সেরা মুহূর্ত। আমার দিন কেটে যায় একটা নতুন মানুষের কথা ভাবতে ভাবতে। আমাকে দীর্ঘদিন ধরে দেখভাল করে যে চিকিৎসক, তিনি বলেছেন মন একদম ফ্রেশ রাখতে। আমি সময়টা উপভোগ করছি।’ সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শখ।
মাস কয়েক আগে শখের ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ হ্যাকড হয়। সে ঘটনায় খুব কষ্ট পান তিনি। এখন সন্তান সম্ভাবা হওয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে খুব একটা ভাবছেন না।
২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন শখ। স্বামীর রহমান জন। পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুরের কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। শখ এখন সেখানেই অবস্থান করছেন। মাঝে মাঝে রাজধানীর উত্তরায় নিজের বাসায় আসেন।
এরআগে, ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন শখ। বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়।