1. admin@thedailyintessar.com : rashedintessar :
মা হারালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী - The Daily Intessar
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ন

মা হারালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

টিডিআই রিপোর্ট :
  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন ওল মারা গেছেন।

পশ্চিম লন্ডনের একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদেন বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদপত্র টাইমসে এ সংক্রান্ত একটি বিবৃতি ছাপা হয়েছে। এতে বলা হয়েছে, সেন্ট ম্যারি হাসপাতালে ‘আচমকা ও শান্তিপূর্ণভাবে’ সেন্ট ম্যারি হাসপাতালে  মৃত্যু হয়েছে জনসনের মায়ের।

জনসন একবার তার মাকে তাদের সংসারে ‘সর্বোচ্চ ক্ষমতাধর’ সদস্য আখ্যা দিয়েছিলেন।

লেবার পার্টিন জ্যেষ্ঠ নেতা স্যার কেয়ার স্টারমারসহ যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মায়ের মৃত্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি শোক জানিয়েছেন।

কেয়ার স্টারমার টুইট বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুর খবর শুনে আমি দুঃখ প্রকাশ করছি। তার ও পরিবারের জন্য আমার সমবেদনা রইলো।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আমান্ডা মিলিং বলেছন, আমাদের ভাবনা ও প্রার্থনা আপনাদের সঙ্গে রয়েছে।

চিত্রকর হিসেবে সুপরিচিত ছিলেন বরিস জনসনের মা শার্লট জনসন ওল। তিনি ৪০ বছর বয়সে পারকিনসন্স রোগে আক্রান্ত হন।

১৯৬৩ সালে বিয়ের পর ১৯৭৯ সালে বিচ্ছেদ হয় বরিস জনসনের বাবা-মায়ের। চার সন্তানের জন্ম দেন এই দম্পতি। এরপর ১৯৮৮ সালে আমেরিকান এক অধ্যাপককে বিয়ে করেন বরিসের মা শার্লট।  

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar