1. admin@thedailyintessar.com : rashedintessar :
বিশ্বের প্রভাবশালী তালিকায় তালেবান নেতা গনি, নরেন্দ্র মোদী, মমতা - The Daily Intessar
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৩ অপরাহ্ন

বিশ্বের প্রভাবশালী তালিকায় তালেবান নেতা গনি, নরেন্দ্র মোদী, মমতা

টিডিআই রিপোর্ট :
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

টাইম ম্যাগাজিনের ২০২১ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিদের তালিকায় নাম এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ প্রধানমন্ত্রী তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারদারের। বুধবার টাইম ম্যাগাজিন ১০০ জন জন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। 

আন্তর্জাতিক এই তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, সাসেক্সেরে ডিউক অ্যান্ড ডাচেস প্রিন্স হ্যারি ও মেঘান, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তালিকায় রাখা হয়েছে, সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার নাম। 

তালিকায় যাদের নাম রয়েছে, তাদের সম্পর্কে বিবরণও দেওয়া হয়েছে। 

ভারতের প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে লেখা হয়েছে, স্বাধীন ভারতের ৭৪ বছরের ইতিহাসে তিন নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তারা হলেন, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদি। এই তালিকায় তিন নম্বরে মোদী। নেহরু ও ইন্দিরার পর আর কেউ এভাবে দেশের রাজনীতিতে এতটা আধিপত্য বিস্তার করতে পারেননি। 

মোদী সম্পর্কে বিবরণ লিখতে গিয়ে প্রখ্যাত সাংবাদিক ফরিদ জাকারিয়া অভিযোগ করেছেন যে, মোদি দেশ ধর্মনিরপেক্ষতার পথ থেকে সরিয়ে হিন্দু জাতীয়তাবাদের পথে নিয়ে গিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লেখা হয়েছে, ৬৬ বছরের এই নেত্রী ভারতীয় রাজনীতির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন। তিনি তার দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেন না। তিনিই দল। পথে নেমে লড়াই করার উদ্যম ও পুরুষতান্ত্রিক সংস্কৃতিতে নিজেকে আলাদাভাবে গড়ে তুলেছেন তিনি। এটাই তার সঙ্গে অন্যদের ফারাক গড়ে তুলেছে। 

টাইমের প্রোফাইলে আদর পুনাওয়ালা সম্পর্কে লেখা হয়েছে, কোভিড ১৯ অতিমারীর শুরু থেকে বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কর্ণধার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। অতিমারী এখনও শেষ হয়নি। কাজেই পুনাওয়ালার কাজ এখনও বাকি। ভ্যাকসিন বৈষম্য প্রকট। বিশ্বের কোনো প্রান্তেই টিকাদান কর্মসূচিতে বিলম্ব হলে আরও মারাত্মক কোনো ভ্যারিয়েন্ট সামনে আসার মতো বিপদ দেখা দিতে পারে।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar