1. admin@thedailyintessar.com : rashedintessar :
শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয় - The Daily Intessar
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৩ অপরাহ্ন

শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়

টিডিআই রিপোর্ট :
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির ‘রোজনামচায় পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত এবং বরাবরের মত চর্বিত চর্বণ। নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির রোজনামচায় পরিণত হয়েছে। নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে তারা রেওয়াজে পরিণত করেছে।’

বৃহস্পতিবার সকালে নিজের বাসভবনে ব্রিফিংয়ের সময় ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা কি কোন স্বাধীন দেশের রাজনৈতিক দলকে মানায়?’

শেখ হাসিনা সরকার ‘দমন-পীড়নে বিশ্বাসী নয়’ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দিবে সরকার? দেশের আইন আদালতের প্রতি সরকারের কোনরূপ হস্তক্ষেপ বা চাপ নেই। সরকারের অবস্থান হচ্ছে স্পষ্ট। তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।’

বিএনপির উদ্দেশে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো মামলায় আইন প্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেপ্তার করলেই সরকারের দোষ, গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না, এ কোন ধরনের  অভিযোগ? তাহলে কি দেশে বিচার ব্যবস্থা  বা আইন আদালত থাকবে না?’

তিনি বলেন, ‘বিএনপি বাছবিচার না করে ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তির দাবি করেছে। বিএনপি স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে।’ 

ওবায়দুল কাদের বলেন,‘বিএনপি যখন আগুন সন্ত্রাস চালিয়ে জীবন্ত মানুষ দগ্ধ করেছিলো,গান পাউডার দিয়ে গাড়ি ও ভূমি অফিস পুড়িয়েছিল, রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করেছিল- তখন কি মগের মুল্লুক মনে হয়নি?’

আওয়ামী লীগের ‘একুশ হাজার’ নেতাকর্মী হত্যা করে বিএনপিই দেশকে ‘সন্ত্রাসের জনপদে রূপান্তর’ করেছিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপিই দেশকে মগের মুল্লুকে রূপান্তর করেছিল, শেখ হাসিনা সরকার সে অবস্থা থেকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিকে রাজনীতিবিদদের কাছে কঠিন করে দেওয়া হবে – এ প্রত্যয় নিয়ে বিএনপিই দেশের রাজনীতিকে দূষিত করার কাজ শুরু করেছিল। রাজনীতিতে স্বার্থের অনুপ্রবেশ এবং সুবিধাবাদ চর্চা শুরু করেছিলো বিএনপিই। যাদের রাজনীতি জনগণনির্ভর নয়,যারা নিজেরা নিজেদের সম্মান রক্ষা করতে জানে না তাদেরকে কে সম্মান করবে? জনগণ যাদের উপর আস্থাশীল নয় তারাই রাজনীতির নামে ক্ষমতা দখলের জন্য সুবিধাবাদ কায়েম করে আর বিএনপি এখন সেটাই করছে।’

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar