দ্বিতীয় বিয়ের পর নিজের নামের শেষে ‘রহমান’ বাদ দিলেন কণ্ঠশিল্পী ইভা। নতুন করে নামের সঙ্গে যুক্ত করেছেন ‘আরমান’। এ বিষয়ে ইভা রহমান বলেন, ”এখন থেকে আমাকে আর ‘ইভা রহমান’ নয়, ‘ইভা আরমান’ ডাকবেন।’’
এর আগে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করে নামের শেষে ‘রহমান’ যুক্ত করেছিলেন ইভা।
ইভা জানান, গত ৪ জুন মাহফুজর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। গত ১৭ সেপ্টেম্বর ডিভোর্স সার্টিফিকেট হাতে পান। তখন থেকেই নাম থেকে ‘রহমান’ মুছে ফেলেছেন। আর নতুন করে নামের শেষে যুক্ত করেছেন ‘আরমান’। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘ইভা রহমান’ বাদ দিয়ে লিখেছেন ‘ইভা আরমান’।
ইভা বিয়ে করেছেন সোহেল আরমান নামে এক ব্যবসায়ীকে। নতুন স্বামীর নামের শেষ অংশ নিজের নামে যুক্ত করেছেন বলে জানান ইভা।
রোববার ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইভা বলেন, ‘ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।