সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতেই দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। শুক্রবার বিকেল থেকে তাড়াশ পৌর এলাকার কাউরাইল মহল্লায় মো. জামাল উদ্দিনের ছেলে প্রেমিক কাওসার হোসেনের বাড়িতে অনশন শুরু করেন তিনি।
ওই তরুণী বলছেন, কাওসার তাকে বিয়ে না করলে তার বাড়িতেই আত্মহত্যা করবেন।
তিনি বলেন, ‘স্কুল জীবন থেকেই কাওসারের সঙ্গে আমার প্রেমের সর্ম্পক চলে আসছে। সে বিভিন্ন সময়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্ত্রীর মতো ব্যবহার করেছে। কিন্তু এখন অন্যত্র বিয়ের চেষ্টা চালাচ্ছে এবং আমাকে এড়িয়ে চলছে। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করছি।’
এদিকে বাড়িতে প্রেমিকার অনশনের খবর পেয়ে কাওসার বাড়ি থেকে পালিয়েছেন। কাওসারের বাবা জামাল উদ্দিন বলেন, ওই মেয়ের অভিভাবক ও গ্রাম্য প্রধানদের নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।