1. admin@thedailyintessar.com : rashedintessar :
চেতনানাশক ওষুধ খাইয়ে তাবলিগ জামাতের ১৩ সদস্যের টাকা লুট - The Daily Intessar
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন

চেতনানাশক ওষুধ খাইয়ে তাবলিগ জামাতের ১৩ সদস্যের টাকা লুট

টিডিআই রিপোর্ট :
  • Update Time : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

পটুয়াখালী শহরের কলাতলা বাবরি মসজিদে তাবলিগ জামাতের ১৩ সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে শহরের কলাতলা এলাকার বাবরি জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত মুসল্লিরা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সূত্র জানায়, শুক্রবার তাবলিগের মারকাজের সিদ্ধান্ত অনুযায়ী তিন চিল্লার বিভিন্ন বিভাগ থেকে ১৫ জন সাথী শহরের কলাতলা এলাকার বটতলা বাবরি মসজিদে যান। রাতে খাবার সময় তাবলিগ জামাতে আগত সদস্য ব্যতীত দুইজন লোক তাদের সঙ্গে ছিলেন। রাতের খাবার শেষ করে অন্যরা যার যার মতো চলে যান।

ফজরের সময় তাবলিগের দুইজন সদস্য উঠলেও বাকিরা উঠতে পারেননি। স্থানীয় মারকাজ মসজিদে বিষয়টি অবগত করা হলে তারা দ্রুত এসে অচেতন অবস্থায় ১৩ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাবলিগ জামাতের সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের অপ্রীতিকর ঘটনা এই প্রথম পটুয়াখালীতে ঘটল।

সদর থানার ওসি আখতার মোরশেদ বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়েছি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার হোতাদের খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar