বিকেএসপিতে চলছে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের অনুশীলনের সময় বল লেগে মাথায় আঘাত পেয়েছেন সিলেটের ক্রিকেটার শওকত আহমেদ ইমন। তার মাথার পেছনের খুলি ফেটে গেছে। শওকত খেলেন সিলেট বিভাগীয় দলের অনূর্ধ্ব-১৮ দলে।
বিসিবির নেশন্স গেম ডেভলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার জানিয়েছেন, মাথায় আঘাত পাওয়ায় তাকে দ্রুত গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শওকতকে গুলশানের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরো বলেন, অস্ত্রোপচার লাগতে পারে ডান হাতি ব্যাটসম্যান শওকত আহমেদ ইমনের।
এর আগে একইভাবে সিলেটের উইকেটরক্ষক ব্যাটসম্যান তৌহিদুল ইসলাম ফেরদৌস মাথায় আঘাত পেয়েছিলেন। বিসিবি তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিল। বর্তমানে তিনি সুস্থ আছেন।