এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ওপর ডিম ছুড়ে মেরেছেন এক ব্যক্তি। যদিও ডিমটি ভাঙেনি, কিন্তু তার কাঁধে গিয়ে লেগেছে। স্থানীয় সময় সোমবার দেশটির লিও শহরে খাদ্য বিষয়ক একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শনের সময় তার গায়ে ডিম ছুড়ে মারা হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মেলায় হঠাৎই একজন দর্শনার্থী প্রেসিডেন্টের মুখ বরাবর ডিম ছুড়ে মারেন। তবে সেটি ভাঙেনি। ডিমটি তার কাঁধে গিয়ে আঘাত করে।
এ ঘটনার পর ডিম ছুড়ে মারা ব্যক্তিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন নিরাপত্তারক্ষীরা। পরে ম্যাক্রোঁ বলেন, ‘তিনি (ডিম ছুড়ে মারা ব্যক্তি) যদি আমাকে কিছু বলতে চান, তাহলে তাকে বলতে দেওয়া হবে। তার সঙ্গে কথা বলব আমি