নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে গ্রেট ওয়াল শপিং সেন্টার।
মঙ্গলবার গ্রেট ওয়াল শপিং সেন্টারের হলরুমে মার্কেট সভাপতি জাবেদ হোসেন মিঠুর সমন্বয়ে অনুষ্ঠান উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মামুন চৌধুরী।
সিনিয়র সহ-সভাপতি জামিল সরকার, সহ-সভাপতি আব্দুল হালিম শেখ, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, নাদিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক বাদল ইসলাম, শেখ শহীদুল ইসলাম রুমণ, জাকির হোসেন, মেহেদি হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক, জসিম সিকদার, সিরাজুল ইসলাম শিবলু, কোষাধক্ষ্য জাহাঙ্গীর আলম বাবুল, সহ কোষাধক্ষ্য সুবীর কৃষ্ণ সাহা, দপ্তর সম্পাদক মজিবুর রহমান রাজু, সহ দপ্তর সম্পাদক রইস উদ্দিন রিজভী, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শামীম, সহ প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক মেহেদি হাসান সিকো, সহ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল তালুকদার, সদস্য মাসুদ রানা বিপ্লব, রহমত শেখ, মোকসেদ সরদার রনি সহ ব্যবসায়ীদের পাশে নিয়ে জন্মদিনের কেক কাটেন মার্কেট সমিতি।
সহ-সভাপতি আব্দুল হালিম শেখ বলেন, শেখ হাসিনা কথায় নন-কাজে বিশ্বাসী। ২০০৮ সালের নির্বাচনী অঙ্গিকারের প্রায় পুরোটাই আজ বাস্তবায়িত হয়েছে। এখন তিনি নেতৃত্ব দিচ্ছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে। এজন্য তার নেতৃত্বে গোটা বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোতয়ালী থানা ৩৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাবেল হোসেন পাপন, সহ এ ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।