রাইস কুকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইন্দোনেশিয়ার যুবক খায়রুল আনাম। ভাতও রান্না করে দেবে, আবার কথায় কথায় ঝগড়াও করবে না- এমনই এক জীবনসঙ্গিনী খুঁজছিলেন তিনি। আর তাই এমন বিচিত্র বিয়ের আয়োজন করেন তিনি। কিন্তু চারদিন পরই রাইস কুকারকে ডিভোর্সের ঘোষণা দেন ওই যুবক।
গত সপ্তাহে নিজের ফেসবুক প্রোফাইলে বেশ কয়েকটি ছবি আপলোড করেন খায়রুল আনাম। সেগুলোতে দেখা যায়, তিনি সাদা রঙের পোশাকে বর সেজেছেন। রাইস কুকারটিকেও কনের মতো করে সাজিয়েছেন।
এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, তিনি রাইস কুকারকে চুমু খাচ্ছেন। অপর এক ছবিতে কাবিননামায় স্বাক্ষর করছেন। আরও একটি ছবিতে দেখা যায়, যন্ত্রটি তার পাশে রাখা, আর সে বিয়ের কাজির সঙ্গে হাত মেলাচ্ছেন।
পোস্টের ক্যাপশনে খায়রুল আনাম লিখেছেন, তিনি তার রাইস কুকারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ এটি ন্যায্য, বাধ্য, প্রেমময় এবং রান্নায় ভালো।
এদিকে বিয়ের চারদিন পরই রান্নাঘরের সরঞ্জামটিকে ডিভোর্স দেয়ার কারণ হিসেবে তিনি বলেন, এটি কেবল ভাত রান্না করতে পারে, এর বেশি কিছু নয়।