1. admin@thedailyintessar.com : rashedintessar :
আগের মতো সুন্দর ফুটবল খেলেনা নেইমার - The Daily Intessar
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন

আগের মতো সুন্দর ফুটবল খেলেনা নেইমার

টিডিআই রিপোর্ট :
  • Update Time : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এখন আর আগের মতো সুন্দর ফুটবল খেলেন না বলে দাবি করেছেন পিএসজির সাবেক ফুটবলার এডুয়ার্ড সিসে। 

নেইমারকে নিয়ে নেতিবাচক এক মন্তব্য করলেন তিনি। বললেন, বার্সেলোনা ছেড়ে পিএসজি যোগ দিয়ে নষ্ট ছেলে হয়ে গেছেন নেইমার। বার্সা আরও সুন্দর ফুটবল খেলতেন এই ব্রাজিলিয়ান তারকা।

সম্প্রতি ফরাসি গণমাধ্যম লা প্যারিসিয়ানকে দেয়া সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে এমন মন্তব্যই করেছেন সিসে।

সিসে বলেছেন, ‘বার্সেলোনায় নেইমারের খেলা ছিল দেখার মতো। তখন সে অনেক ড্রিবলিং করতো। সেখানে তার কাজ ছিল ডিফেন্সিভ লাইন ভেঙে দিয়ে পার্থক্য গড়া এবং মাঠের জেনারেলের (লিওনেল মেসি) কাছে বল পাঠিয়ে দেওয়া। এ কাজটা সে খুব ভালোভাবে করতো। কিন্তু পিএসজি তাকে যা খুশি করার লাইসেন্স দিয়ে দিয়েছে। একটা মুহূর্তে সে হারিয়েই গিয়েছিলো প্রায়। আমি মানি নেইমার অসাধারণ খেলোয়াড়, এটা অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। কিন্তু এখন নেইমার নষ্ট ছেলে হয়ে গেছে, যে চারদিকে খবরদারি করে বেড়ায়।’ 

সিসের এমন মন্তব্যে অনেকেই সহমত জানিয়েছেন। কারণ বার্সায় থাকতে চার মৌসুমে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর উইঙ্গার হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন নেইমার। কিন্ত প্যারিসে এসে তেমন ক্ষুরধার পারফরম্যান্স দেখাতে পারছেন না।

আবার খারাপও খেলছেন না। পিএসজিতে নাম লিখিয়ে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১০টি ঘরোয়া শিরোপা জিতেছেন নেইমার। কিন্তু নিজের উচ্চ ট্রান্সফার ফি ও বেতনের জন্য এই পারফরম্যান্স যোগ্য নয় বলে মনে করেন অনেকে। 

তার উপর চলতি মৌসুমে এখন পর্যন্ত হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছেন নেইমার। পিএসজির হয়ে নয় ম্যাচ খেলতে নেমে মাত্র এক গোল ও দুই এসিস্ট করতে পেরেছেন মাত্র।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar