শ্রীলঙ্কার জনপ্রিয় গায়িকা ইয়োহানি। পুরো নাম ইয়োহানি দ্য সিলভা। তার গান মানিকে মাগি হিথে প্রকাশ করেন মে মাসে, নেটমাধ্যমে ভাইরাল হওয়া এই গানটি যে শুধু ইন্টারনেট ভেঙে দিয়ে ১০০ মিলিয়নেরও বেশি ভিউ ছাড়িয়েছে। ইউটিউবার হিসেবে নিজের কেরিয়ার শুরু করা এই সিঙ্গার,একাধারে তিনি গায়িকা, লিরিসিস্ট এবং সংগীত প্রযোজকও বটে। নেটমাধ্যমে তাঁর অগাধ জনপ্রিয়তা। শ্রীলঙ্কায় তাঁকে র্যাপ প্রিন্স-ও বলা হয়।
ভারতে গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন ২৮ বছর বয়সী শ্রীলঙ্কান এই সিংগার ইয়োহানি। মে মাসে তার গান মানিকে মাগি হিথে প্রকাশ করেন, তখন তার ধারণা ছিল না এই গান দিয়ে সারা ভারত ভ্রমণ করবেন, যা তাকে রাতারাতি খ্যাতি এনে দিবে। সুপার এই গানটি যে শুধু ইন্টারনেট ভেঙে দিয়েছে তা নয় ১০০ মিলিয়নেরও বেশি ভিউ ছাড়িয়েছে।
মানিকে মাগে হিথে শিরোনামে একটি সিংহলী ভাষার গান নেট দুনিয়ায়, সাধারণ শ্রোতাদের পাশাপাশি অমিতাভ বচ্চনের মতো তারকারাও এ গানের সুর ও গায়কীর মায়াজালে মজেছেন।
গানটির বাংলা অর্থ হলো, প্রিয় তুমিই আমার হৃদ মাঝারে। আমার সমস্ত ভাবনা তোমাকে নিয়ে চলে, এ যেন এক আগুনের শিখা, জ্বলছেই।
তবে ভাষা না বুঝলেও মন্দ নয়। নেট দুনিয়ায় হিল্লোল তোলা মানিকে মাগে হিথে গানটির মধ্যে আছে এক অদ্ভুত মাদকতা, যার ফলেই একাধিকবার শুনেছেন সবাই। ফেসবুক স্ট্যাটাস, ইনস্টাগ্রাম রিল থেকে শুরু করে আরো অনেক সোশ্যাল সাইটে গানটি শেয়ার করছেন অনেকেই।