1. admin@thedailyintessar.com : rashedintessar :
শাহজালাল বিমানবন্দরে ১০ কোটি টাকার স্বর্ণ জব্দ - The Daily Intessar
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন

শাহজালাল বিমানবন্দরে ১০ কোটি টাকার স্বর্ণ জব্দ

টিডিআই রিপোর্ট :
  • Update Time : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৪ কেজি ওজনের ১২০টি স্বর্ণেরবার জব্দ করা হয়েছে।

  বিমানবন্দর শুল্ক গোয়েন্দা সদস্যরা মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ভেতর দুটি শৌচাগার থেকে ওই স্বর্ণবার জব্দ করেন।

তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। বিমানবন্দর শুল্ক গোয়েন্দাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে না করার শর্তে শুল্ক গোয়েন্দার এক কর্মকর্তা জানান, রাত ৯টায় দুবাই থেকে ঢাকায় ছেড়ে আসা বাংলাশে বিমানের বিজি-৪০৪৮ উড়োজাহাজে তল্লাশি করে পৃথক দুটি শৌচাগারের ভেতর থেকে এসব স্বর্ণবার জব্দ করা হয়। এ ব্যপারে বুধবার সকাল ৯টায় বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন শুল্ক গোয়েন্দা ও তদন্তি অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রউফ।

শুল্ক গোয়েন্দার আরেক কর্মকর্তা জানান, জব্দ স্বর্ণবারের বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। গোপন সংবাদের ভিত্তিতে টানা ৩ ঘন্টা অভিযান চালিয়ে এসব স্বর্ণবার জব্দ করা হয়েছে। এ বিষয়ে পাচার চক্রের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar