যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন (৭৫) চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার তিনি ক্যালিফোর্নিয়ার ইউসি আয়ারভিন মেডিকেল সেন্টারে ভর্তি হন।
তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা জানিয়েছেন, এটি ‘কোভিড সংক্রান্ত জটিলতা’ নয়। ক্লিনটনের স্বাস্থ্যের অবস্থার দ্রুতই উন্নতি হচ্ছে, তিনি ভালোই আছেন। খবর বিবিসির।
কিন্তু এটি এখনো পরিষ্কার নয় যে তাকে কেন হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে ক্লিনটনের হার্টের সমস্যার রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, দু’দিনের চিকিৎসার পরেও তার রক্তের সাদা কণিকা কমছে। তিনি অ্যান্টিবায়োটিকে ভালো সাড়া দিচ্ছেন। পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালেই রাখা হবে।
ক্লিনটনের হৃদরোগ বিশেষজ্ঞসহ নিউইয়র্কের চিকিৎসক দলও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তারা আশা করছেন, দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পাবেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।