সম্প্রতি অভিনয়ের পাশাপাশি একটি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন মডেল ও অভিনেত্রী এবং চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
একটি নতুন ই-কর্মাস প্রতিষ্ঠানের প্রচারনায় নাম লিখিয়েছেন মিম। যার কারণে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। তবে মিম তার সিদ্ধান্তে অটল। তাকে নিয়ে আলোচনা তৈরি হলেও প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ প্রসঙ্গে মিম বলেন, আমি জেনে-বুঝেই এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। প্রতিষ্ঠানটি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে গ্রাহকদের সেবা দেবে। এর ব্যত্যয় ঘটলে সঙ্গে সঙ্গেই আমি আমার কাজের চুক্তি বাতিল করব। কারণ বিতর্ক থাকলে সেই কাজে আমি থাকব না। কারণ মানুষের ভালোবাসার কারণেই আজকের মিম আমি। সেই ভালোবাসার জায়গা নষ্ট করতে চাই না।