আগামীকাল নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের জন্য এই ম্যাচটি বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার লড়াই। পরের রাউন্ডে জেতে জিততে তো হবেই সাথে রান রেটেও এগিয়ে থাকতে হবে মাহমুদউল্লাহদের। তবে বাংলাদেশকে হারাতে চায় প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া পাপুয়া নিউগিনি।
বৃহস্পতিবার ওমানের আল-আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভৈন্যুতে রাত ৮টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ওমান। কোন দুই দল সুপার টুয়েলভে কোয়ালিফাই করবে, সেটা ওই ম্যাচ শেষেই নিশ্চিত হবে।
কাগজে কলমে এখনো টিকে আছে পাপুয়া নিউগিনি। শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর পর ওমানের বড় পরাজয় হলেই সুপার টুয়েলভে যাবে তারা। যদিও দেশটির জন্য এটি বেশ কঠিনই। তবে আপাতত বাংলাদেশকে হারানোর ফন্দি আঁটছে পাপুয়া। স্কটল্যান্ড যেমন বাংলাদেশকে হারিয়ে অঘটন ঘটিয়েছে, তারই পুনরাবৃত্তি ঘটাতে চান আমিনি।
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে আমিনি বলেছেন, ‘এটা আমাদের জন্য বড় সুযোগ। বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি দলের বিপক্ষে এটা আমাদের প্রথম দলগত পরীক্ষা। তারা প্রথম ম্যাচ হেরেছে, তবু এখনও তারা অনেক ভালো দল।’
চার্লস আমিনি বলেন, ‘আমাদের প্রথম চেষ্টা হবে ম্যাচটি জয় করা। বিশ্বকাপে ম্যাচ জয় হবে ইতিহাস সৃষ্টি করা। ম্যাচে কী ঘটবে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। যদি পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি হয়, আমরা চেষ্টা করবো সেটিকে সফল করার।’