1. admin@thedailyintessar.com : rashedintessar :
বিয়ের ২১ মাস পর ডেনমার্কে গায়ে হলুদ জার্মানিতে অনুষ্ঠান কিশোরগঞ্জে সংবধর্না - The Daily Intessar
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন

বিয়ের ২১ মাস পর ডেনমার্কে গায়ে হলুদ জার্মানিতে অনুষ্ঠান কিশোরগঞ্জে সংবধর্না

টিডিআই রিপোর্ট :
  • Update Time : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

গত বছরের ৬ জানুয়ারি বিয়ে করেছেন জামাল ভূঁইয়া। সেসময় অবশ্য শুধু আকদ সম্পন্ন হয়েছিল। এবার জাতীয় দলের অধিনায়ক স্ত্রী তাতিয়ানা আলীকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে আনছেন। আগামী রবিবার জার্মানিতে তার স্ত্রীর পিত্রালয়ে অনুষ্ঠান হতে যাচ্ছে। তার আগে হয়ে গেলো জামালের গায়েহলুদ। একটু মজার ব্যাপারই, বিয়ের ২১ মাস পর গায়েহলুদ!

মাত্রই মালেতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছেন জামাল। সেখানে নেপালের কাছে শেষ মুহূর্তে হেরে অস্কার ব্রুজনের দল ফাইনালে খেলতে পারেনি। আগামী নভেম্বরের শুরুতে শ্রীলঙ্কায় রয়েছে চারজাতির প্রতিযোগিতা। সেখানে খেলার আগে কিছুদিনের ছুটি। এই ফাঁকে বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলছেন ৩১ বছর বয়সী মিডফিল্ডার।

ডেনমার্কে জামালের হলুদের অনুষ্ঠান হয়েছে। আগামী রবিবার মেয়ের জার্মানির বাসায় অনুষ্ঠান হতে যাচ্ছে। আর জামালের বিবাহত্তোর সংবধর্না ঢাকায় কিংবা কিশোরগঞ্জে হবে। সেটা হতে পারে আগামী জানুয়ারিতে।’

জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। বাবা ইনসান ভূঁইয়া ও মা রাজিয়া আক্তার ষাটের দশকের শেষ দিকে ডেনমার্কের কোপেনহেগেনে পাড়ি জমান। জামালের জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। ২০১১ সালে লাল-সবুজের টানে বাংলাদেশে খেলতে আসেন। ২০১৩ সাল থেকে নিয়মিত খেলছেন জাতীয় দলে। আর ২০১৮ সালে অধিনায়কত্বের আর্মব্যান্ড নিয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar