একই পরিবারে তিন কন্যা। ৩ জনের জন্মদিনই ২৫ আগস্ট। তবে তারা কেউই জমজ নন। তাদের প্রত্যেকের বয়সের ব্যবধান তিন বছর করে।
সিএনএনের খবরে বলা হয়, ওই তিন কন্যার মা ক্রিস্টিন ল্যামার্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা। গত ছয় বছরে ৩ বার ২৫ আগস্ট দিনটি হাসপাতালের ডেলিভারি রুমে কাটাতে হয়েছে তাকে। তবে এটি মোটেও পরিকল্পিত ছিল না। যদিও অনেকে বিষয়টিকে শুধু কাকতালীয় ভাবতে নারাজ। তাদের দাবি, এর পেছনে অবশ্যই ক্রিস্টিনার সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল।
তবে সেই দাবি উড়িয়ে দিয়েছেন মা ক্রিস্টিনা। ২০১৫ সালের ২৫ আগস্ট জন্ম নেয় তাঁর প্রথম সন্তান সোফিয়া। দ্বিতীয় মেয়ে গিলিয়ানার জন্ম ২০১৮ সালের ২৫ আগস্ট। আর ২০২১ এর ২৫ আগস্ট জন্ম নেয় ছোট কন্যা মিয়া।