১২৪ রানের সামান্য পুঁজিতে কী বা করা যায়। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ।
আবুধাবীর শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে হারল বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ইংলিশরা পৌঁছে গেছে ২ উইকেট হারিয়েই। তাদের হাতে ছিল আরো ৩৫ টি বল। ৩৮ বল খেলে ৩ ছক্কা ও ৫ চারে ওপেনার জেসন রয় করেছেন ৬১ রান। ডেভিড মালান অপরাজিত থাকেন ২৮ রানে।
এর আগে টসে জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ১২৪ রান সংগ্রহ করে। ৩০ বলে ২৯ করেন মুশফিক। মাহমুদ উল্লাহ রিয়াদের স্ট্রাইকরেটও ছিল একশ’র নিচে। ২৪ বলে ১৯ রান করেছেন। শেষ দিকে ৯ বলে ১৯ রান করে বাংলাদেশের স্কোরটাকে ১২৪ পর্যন্ত নিয়ে যান নাসুম আহমেদ। নুরুল হাসান সোহান (১৮ বলে ১৬) ও মেহেদি হাসানও (১০ বলে ১১) রেখেছেন অবদান।
সংক্ষিপ্ত স্কোর টস :
বাংলাদেশ : ১২৪/৯ (২০ ওভার)মুশফিক ২৯, নাসুম ১৯*, রিয়াদ ১৯, সোহান ১৬মিলস ২৭/৩, লিভিংস্টোন ১৫/২, মঈন ১৮/২
ইংল্যান্ড : ১২৬/২ (১৪.১ ওভার)রয় ৬১, মালান ২৮*, বাটলার ১৮নাসুম ২৬/১, শরিফুল ২৬/১ ফল : ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।