বর্তমান সময়ে দেশের টিভি চ্যানেলগুলোর নাটকে বেশ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এক এক সময় এক এক রুপে হাজির হন তিনি। তবে এবার অন্যরকম সাজে দেখা গেলো এই অভিনেত্রীকে। নীল রঙের চুলে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিগুলো পোস্ট করেছেন তিনি।
ছোট পর্দার এই অভিনেত্রীকে এবার দেখা যাবে জাপানি ভিডিও গেমের জনপ্রিয় চরিত্র “লিওনা হেইদারন” হিসেবে। এটি “কিং অব ফাইটারস”- ভিডিও গেমের কাল্পনিক একটি চরিত্র। লিওনা হেইদারনের সাজে সাজতে গিয়ে লিওনার মতোই চুলে পরিবর্তন এনেছেন মেহজাবীন।
তিনি জানান, এটা “দ্য সাইলেন্ট সোলজার” গেম-খ্যাত চরিত্র লিওনা।
জানা গেছে, একটি মোবাইল ফোন নির্মাতা কোম্পানির বিজ্ঞাপনের জন্যই মেহজাবীনের এমন লুক। যা শিগগিরই প্রচার হবে টিভি চ্যানেলগুলোতে।