কুষ্টিয়ায় এক মা একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন। চিকিৎসকরা বলছেন, শিশুদের ওজন কম, এজন্য তারা ঝুঁকিমুক্ত নয়। নবজাতক ৫ শিশুর ৪ জন মেয়ে ও ১ জন ছেলে। দীর্ঘদিন সন্তান না হওয়া এই দম্পত্তি একসঙ্গে ৫ সন্তান লাভ করায় বেজায় খুশি পরিবারের সদস্যরা।
কুষ্টিয়া হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দেয়া এই মা সাদিয়া খাতুন সুস্থ আছেন। বিয়ের ৫ বছর হলো তার কোন সন্তান হয়নি, অনেকে চিকিৎসা করিয়েছেন। একসঙ্গে ৫টি সন্তান পেয়ে খুশি পরিবারের সবাই।
মা সুস্থ থাকলেও ৫ নবজাতকের অবস্থা সংকটাপন্ন। ওজন কম হওয়ায় তাদের রাখা হয়েছে স্ক্যানো ওয়ার্ডে আলোর তাপে।
চিকিৎসকরা বলছেন, কুষ্টিয়া হাসপাতালে একসঙ্গে জীবিত ৫ সন্তানের জন্ম দেয়ার ঘটনা বিরল। এর আগে শোনেন নি তারা।