টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে তৃতীয় ম্যাচ খেলতে নেমে জয়ের দেখা পেল ভারত। আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে কোহলিদের ঝুলিতে যোগ হলো ২ পয়েন্ট। শুরুতে ব্যাট করে রোহিত-রাহুলের রেকর্ড গড়া জুটির সুবাদে মাত্র ২ উইকেটে ২১০ রানের পাহাড় জমা করে ভারত। জবাবে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রানেই থামে আফগানিস্তান।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানেই দুই ওপেনারকে হারায় আফগানরা। পরপর দুই বলে ফিরেছেন মোহাম্মদ শাহজাদ
(০) ও হযরতুল্লাহ জাজাই (১৩)। এরপর পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করলেও ১০ বলে ১৯ রান করে ফেরেন রহমতউল্লাহ গুলবাজ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ষষ্ঠ উইকেট জুটিতে ৩৮ বলে ৫৭ রান তুলে শুধু পরাজয়ের ব্যবধানই কমান মোহাম্মদ নবী ও করিম জানাত। ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলকে তারা দুজনে টেনে নেন ১২৬ রান পর্যন্ত। অবশ্য তারও আগেই ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান। শেষের দিকে ২২ বলে করিম জানাতের ঝড়ো ৪২ রানে শুধু হারের ব্যবধানই কমেছে। আফগান অধিনায়ক নবী ৩২ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন। করিম ২২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন।
এই বিভাগের আরও খবর...