ডিজেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিতে। রবি মৌসুমের শুরুতেই হঠাৎ খরচ বাড়ায় বিপাকে পড়েছেন চাষিরা। তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়লেও ফসল উৎপাদন ব্যয় বাড়বে ত্রিশ শতাংশ। আর এতে কৃষি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
দেশে ব্যবহৃত জ্বালানির ৬৫ শতাংশই ডিজেল। কৃষকদের একটা বড় খরচ সেচ কাজ। সেখানে ডিজেল ব্যবহার করে। হঠাৎ দাম বাড়ায় প্রভাব পড়ছে শীতকালীন শাক-সবজি উৎপাদনে। রবি মৌসুমের শুরুতেই হঠাৎ খরচ বাড়ায় বিপাকে পড়েছেন চাষিরা।
জ্বালানির মূল্য বৃদ্ধি সরাসরি কৃষি উৎপাদনে প্রভাব পড়বে, বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়লেও ফসল উৎপাদন ব্যয় বাড়বে ৩০ শতাংশ।
দেশের মোট চাহিদার প্রায় ৪০ শতাংশ ডিজেল ব্যবহার হয় পরিবহন ও কৃষিতে। কৃষকের উৎপাদিত ফসল পরিবহনের মাধ্যমে বাজারে আসে, তার সবেরই দাম বাড়বে।
উৎপাদন ও পরিবহন খরচ বাড়লে বাজারে প্রভাব পড়বে। ফলে ভোক্তার উপর অতিরিক্ত চাপ তৈরি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।