1. admin@thedailyintessar.com : rashedintessar :
বিয়ের সাজ হবে স্মৃতিতে ঠোঁটের কোণে ফোঁটা হাসি - The Daily Intessar
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৩১ অপরাহ্ন

বিয়ের সাজ হবে স্মৃতিতে ঠোঁটের কোণে ফোঁটা হাসি

টিডিআই রিপোর্ট :
  • Update Time : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

ঐতিহ্যবাহী বিয়ের পোশাক আর মেকআপে লাল না থাকলে চলেই না। এমনটাই মনে করেন তরুণ নারী উদ্যোক্তা, ইতি এঞ্জেলস মেকওভারের স্বত্বাধিকারী ও মেকআপ আর্টিস্ট ইতি এঞ্জেল। চলছে শীতকাল। আর বাংলাদেশে শীতকালে বিয়ের ধুম পড়ে যায়। সেটিকেই মাথায় রেখে সম্প্রতি তিনি বউ সাজিয়েছেন মডেল শামীমা আফরিন ওমি’কে।

দেশীয় ঐতিহ্যবাহী বিয়ে মানেই লালের ছড়াছড়ি। এখানেও ইতি এঞ্জেল লাল লেহেঙ্গা পরিয়েছেন মডেলকে। চোখের ওপর ছিল ব্রোঞ্জ রেড আর সোনালি আইশ্যাডো। ঠোঁটেও দিয়েছেন টকটকে লাল লিপস্টিক। আর মাথায় সাধারণ বিয়ের খোঁপা। ইতি এঞ্জেল বলেন, ‘আমি এটাকে যথাসম্ভব সিম্পল রাখার চেষ্টা করেছি। কেউ যদি চায়, খোঁপায় বেলি বা গোলাপ জড়াতে পারেন। নাকে আমি কিছুই পরাইনি। চাইলে কেউ এখানে টানা নথ বা ট্র্যাডিশনাল নাকফুলও পরতে পারেন।’

মডেল, শামীমা আফরিন ওমি’কে সাজাতে তিনি সময় নিয়েছেন মাত্র ৪৫ মিনিট বলে জানান ইতি এঞ্জেল। বলেন, কত অল্প সময়ে পূর্ণাঙ্গ বউয়ের সাজ শেষ করা যায়, সেটিই দেখানোর চেষ্টা ছিল। ইচ্ছা করেই লাল কাতান শাড়ি পরাননি। ইতি এঞ্জেল আরও বলেন, ‘অনেক ধরনের বউয়ের সাজ হয়—ট্র্যাডিশনাল, ট্রেন্ডি, ফিউশন। আমি ঠিক বাঙালিয়ানা বউ করিনি। অনেকে আবার বিয়েতে পুরোপুরি সাদা পরে। ফুল হোয়াইট লেহেঙ্গা, রুপালি বা ব্রোঞ্জ বেইজড মেকওভার, আমি সেগুলো কিছুই করিনি। আমি ঐতিহ্যবাহী বউয়ের লুকেই একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি।

এই মেকওভার হয়েছে প্রায় কোনো কারণ ছাড়াই।

বিয়েতে এখন নতুন ধরনের নানা সাজপোশাকের চল আসছে। এখন কেবল শাড়ি নয়; সালোয়ার কামিজ, লেহেঙ্গা, লেহেঙ্গা স্টাইলের শাড়ি, গাউন, সারারা, ঘারারা, ঘাগরাসহ নানা কিছু পরা হয় বিয়েতে।

তবে এই মেকআপ আর্টিস্ট মনে করেন, এগুলোর কোনোটাই নতুন নয়। ঘুরেফিরে ‘মডিফায়েড’ হয়ে আসছে। একটু এদিক–সেদিক করে নানা দেশের নানা সংস্কৃতির বিয়ের পোশাক স্থান করে নিয়েছে বাঙালির বিয়েতে।

ইতি এঞ্জেল বলেন, সারা জীবন নিজের বিয়ের অনুষ্ঠান স্মরণীয় করার মতো স্মৃতি তৈরি করা সবচেয়ে জরুরি।

তাই বিয়েতে মার্জিত সাজ, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি জরুরি যাতে পরে সেসব ছবি ভিডিও দেখে নিজের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar