1. admin@thedailyintessar.com : rashedintessar :
জীবনের বিশেষ মুহূর্ত বিয়ে, তাই সাজ হোক যুগোপযোগী - The Daily Intessar
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:১৩ অপরাহ্ন

জীবনের বিশেষ মুহূর্ত বিয়ে, তাই সাজ হোক যুগোপযোগী

টিডিআই রিপোর্ট :
  • Update Time : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

জীবনের বিশেষ মুহূর্ত বিয়ে। আর এর মূল আকর্ষণ কনের সাজ। কনের সাজে বা ব্রাইডাল সাজে ভিন্নমাত্রা যোগ করে বিয়ে উৎসবকে দেয়া যায় অনন্যতা। এখন চলছে বিয়ে মৌসুম। ট্রেন্ডি, ফিউশন ও ট্রাডিশনসহ বিভিন্ন সাজ নিয়ে ইদানিং তাই যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা চলছে।

একেবারেই ন্যাচারাল লুক মনে হয় এমন সাজ-ইদানিং ব্রাইডাল সাজের ট্রেন্ডে পরিণত হয়েছে। জমকালো শাড়ি ও গহনার সঙ্গে সাজটা ন্যাচারাল হলে তো মন্দ নয়! তাই বিউটিশিয়ানকে বলতে হবে, ন্যাচারাল মনে হয়; এমন সাজে সাজিয়ে দিতে।

এখন বিয়ের পোশাকে রঙের ক্ষেত্রেও এসেছে ভিন্নতা।তবে বিয়ের শাড়ি বা এর অনুষঙ্গ উজ্জ্বল রঙের হওয়া ভালো। পোশাকের সঙ্গে মানানসই গহনা, ব্যাগ, জুতা ইত্যাদি এক্সেসরিজও থাকা চাই।

মেকআপ যতোই ভালো হোক না কেনো; ত্বক ও চুল যদি সুন্দর ও উজ্জ্বল না হয় তাহলে দেখতে মোটেও সুন্দর লাগবে না।

তাই মেকআপ আর্টিস্ট ইতি এঞ্জেলের মতে- মাসখানেক সময় হাতে রেখেই শুরু করতে হবে রূপচর্চা, নিতে হবে পরামর্শ। নিয়ম মেনে ভালোভাবে করতে হবে খাওয়া-দাওয়া।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar