নিখিল জৈন এবং নুসরাত জাহানের বিয়ে আইনত বৈধ নয়। এমন রায় দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আদালত।
মঙ্গলবার এই মামলার রায় দান প্রক্রিয়া শেষ হয়েছে। তবে বুধবার আলিপুর আদালতের পক্ষ থেকে এই নির্দেশনা দুই পক্ষের আইনজীবীদের হাতে তুলে দেয়া হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসেই নুসরাতের সঙ্গে সবরকম সম্পর্ক শেষ করতে চেয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিখিল জৈন। ‘অ্যানালমেন্ট অব ম্যারেজ’ নিয়ে নিখিল জৈনের করা মামলায় আদালত রায় দিয়েছেন নিখিলের পক্ষেই। নিখিলের আইনজীবী সত্যব্রত চক্রবর্তী জানিয়েছেন, ‘বিচারপতি আমার মক্কেলের পক্ষে রায় দিয়েছেন’।
নুসরাত এবং নিখিলের বিয়েকে যারা বৈধর তকমা দিয়েছিলেন, সেটিও আইনের চোখে ভুল প্রমাণিত হল।
বুধবার নিখিল জৈনের জন্মদিন। আদালতের এই রায় সম্পর্কে নিখিল বলেন, জন্মদিনে এটাই সেরা উপহার। তিনি আরও বলেন, নুসরাতের জন্য গত দু’বছর ঠিক মতো জন্মদিন উদযাপন করতে পারিনি।
২০১৯ সালের ১৯ জুন নিখিল জৈনের সঙ্গে তুরস্কের বোদরুমে রূপকথার ‘বিয়ে’ সেরেছিলেন নুসরাত জাহান। এরপর জুন মাসে কলকাতায় বসেছিল তাদের বৌভাতের অনুষ্ঠান। সেই বিয়েকে অবৈধ বলে ঘোষণা করে দিলেন আদালত। সূত্র: আনন্দবাজার