এইতো কয়েকদিন আগেই নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছে সামান্থা রুথ প্রভুর। বিচ্ছেদের পর নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় এই অভিনেত্রী। এবার সিনেমার একটি আইটেম গানে পারিশ্রমিক বৃদ্ধি করে আলোচনায় এলেন তিনি।
জানা গেছে, দ্য রাইজ পার্ট ওয়ান’ সিনেমার একটি আইটেম গানে কোমর দোলাবেন সামান্থা। আর সেই গানের শুটিং হবে মাত্র ৫ দিন, হায়দরাবাদের রামোজি রাও ফিল্ম সিটির বিশেষ সেটে।
এই ৫ দিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক হাঁকিয়েছেন এক কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশের টাকায় দুই কোটি টাকার বেশি), ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে দুই কোটি রুপি ছাড়াবে।
দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমের ব্যাপক সাফল্য পাওয়ায় পারিশ্রমিক বৃদ্ধি করেছেন এই দক্ষিণী সুন্দরী।
মুক্তির অপেক্ষায় রয়েছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা’। ইতোমধ্যে সিনেমাটির টিজার ও গান প্রকাশ্যে এসেছে। এছাড়াও রয়েছেন ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা। সুকুমারের পরিচালনায় সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। সংগীতায়োজন করেছেন দেবী শ্রী প্রসাদ। শিগগির গুণাশেখর পরিচালিত ‘শকুন্তলম’ ছবিতে দেখা যাবে সামান্থাকে।