২৮ নভেম্বর (তৃতীয় ধাপে) ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। নির্বাচনে শুভাঢ্যা ইউনিয়নে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে (মহিলা মেম্বার) প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আলাদাভাবে নজর কেড়েছেন ভোটারদের।
তারা হলেন আপন দুই বোন জান্নাতুল ফেরদৌস পুতুল ও আফরোজা ভুট্রো। সংরক্ষিত এ আসনে জয়ী হতে মাঠ চষে বেড়াচ্ছেন দুজনই। কেউ কাউকে ছাড় দিতে রাজি না।
জানা গেছে, আফরোজা ও পুতুলের বাবার নাম আব্দুর রশিদ। তারা ৭নং ওয়ার্ডের বাসিন্দা। ভিন্ন নির্বাচনী এলাকায় বিয়ে হলেও বসবাস সূত্রে একই ওয়ার্ডের ভোটার তারা। গতবার ছোটবোন পুতুলকে হারিয়ে মেম্বার নির্বাচিত হয়েছিলেন বড়বোন আফরোজা। তৃতীয়বারের মতো এবারো নির্বাচিত হবেন বলে আশা আফরোজার।
ইতোমধ্যে দুজনের প্রার্থিতাই বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন অফিস। জান্নাতুল ফেরদৌস পুতুল তালগাছ এবং আফরোজা ভুট্রো মাইক প্রতীকে নির্বাচন করছেন। দুই বোনই জয়ের ব্যাপারে আশাবাদী।