মেম্বার নির্বাচিত হয়ে নিজেই এবার খবরের শিরোনাম হয়েছেন প্রতিদিন খবরের কাগজ হাতে ছুটে চলা জান্নাতুল সরকার ওরফে চম্পা খাতুন।
চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সংরক্ষিত-২ নম্বর ওয়ার্ডে বই প্রতীক নিয়ে নির্বাচন করেন তিনি। চম্পা বলেন, মেম্বার হলেও সংবাদপত্র বিক্রি চালিয়ে যাব। সংবাদপত্রের সঙ্গে আমার আত্মার সম্পর্ক।
তিনি কাকডাকা ভোরে অটোসাইকেল চালিয়ে প্রায় ৬ কিলোমিটার পথ মাড়িয়ে প্রতিদিন আসেন উপজেলা সদরে। সারাদিন পৌর সদরসহ বিভিন্ন এলাকায় খবরের কাগজ পাঠকের হাতে তুলে দিয়ে বাড়ি ফেরেন। চম্পা পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন গ্রামের ইছাহক আলীর মেয়ে। ইছাহক আলীও এক সময় ইউপি মেম্বার ছিলেন।
চম্পা বলেন, উচ্চ মাধ্যমিক পাস করে খবরের কাগজ বিক্রি করছি। চাকরি তো হলো না। বয়স চলে গেছে। সংসার চালাতে হবে তো। অভাবের কাছে হার মানতে রাজি নই। তাই পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছি।
তিনি আরও বলেন, সংবাদপত্রই আমাকে পরিচিত করেছে, সম্মান বাড়িয়েছে। পাশাপাশি জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেটা পালনে সচেষ্ট থাকব।
রোববারের নির্বাচনে নিকটতমের চেয়ে ৭১৬ ভোট বেশি পেয়েছেন চম্পা। তিনি পান দুই হাজার ২৭৮ ভোট। তার নিকটতম কাঞ্চনা রানী (তালগাছ) পেয়েছেন এক হাজার ৫৬২ ভোট। অপর প্রার্থী জুলেখা খাতুন (মাইক) পেয়েছেন ৯০৯ ভোট।