1. admin@thedailyintessar.com : rashedintessar :
দুর্ঘটনা এড়াতে পুলিশের চা বিতরণ - The Daily Intessar
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন

দুর্ঘটনা এড়াতে পুলিশের চা বিতরণ

টিডিআই রিপোর্ট :
  • Update Time : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

কুয়াশা মাখা শীতের ভোর। যত্ত আলসেমি এই সময়েই উড়ে এসে জুড়ে বসে। ঘুমে চোখ জড়িয়ে আসে গাড়ির চালকদের। তাতে বাড়ে দুর্ঘটনার আশঙ্কা।

সড়ক দুর্ঘটনা এড়াতে ভোরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বিভিন্ন জায়গায় গাড়ির চালকদের চা খাওয়াচ্ছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। কাগজের কাপে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ধোঁয়া ওঠা গরম চা। খবর সংবাদ প্রতিদিনের।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর রাত বা ভোরে অনেক সময়ই গাড়ির চালকদের ঘুম পেয়ে যায়।

একাধিক দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে নানা তথ্য পুলিশের সামনে এসেছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে চালক হয়তো সারাদিন ঘুমাননি। আগের রাতেও তাকে গাড়ি চালাতে হয়েছে। বিশ্রামের অভাবে ঘুম আসতেই পারে।তাতেই দুর্ঘটনার কবলে পড়েছে গাড়ি। বিশেষ করে হাইওয়েতে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর শুধু চলন্ত গাড়িতে চালক ঘুমিয়ে পড়ায় কলকাতার বিভিন্ন জায়গায় মোট ৩২ সড়ক দুর্ঘটনা ঘটে। এর ফলে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন ২৭ জন।

সম্প্রতি গভীর রাতে নদিয়ায় মালবাহী গাড়ির দুর্ঘটনায় মৃত্যু হয় ১৭ জনের। কলকাতায় চালক ক্লান্ত থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটেছে মালবাহী গাড়িতে। তাই উত্তর কলকাতার চিৎপুর, কাশীপুর, দক্ষিণ কলকাতার তারাতলা, বেহালা, পূর্ব কলকাতার বাইপাস, বাসন্তী হাইওয়েতে রাত ও ভোরে আরও সতর্ক হয়েছে পুলিশ।

মালবাহী চালকদের চোখে যাতে ক্লান্ত না আসে, তাই প্রত্যেকদিন নতুন ধরনের ‘অভিযান’ শুরু করেছেন কলকাতা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। তারা চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বদলে তাদের কাগজের কাপে করে গরম চা পরিবেশন করছেন। পুলিশের মতে, এর ফলে অনেকটাই চাঙ্গা হয়ে উঠছেন গাড়ির চালকরা। এভাবে চালকদের পাশে দাঁড়ালে রাতের শহরে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা যাবে বলে মত পুলিশের।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar