1. admin@thedailyintessar.com : rashedintessar :
দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চান মাহি - The Daily Intessar
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:৩১ অপরাহ্ন

দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চান মাহি

টিডিএই রিপোর্ট করে
  • Update Time : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

সৌদি আরবে ওমরাহ পালনরত ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথমে দেখা করতে চান। আর এটিই একমাত্র চাওয়া বলে উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব তথ্য জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে মাহি বলেন, উমরাহ (ওমরাহ) থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা’র (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে।

তিনি আরও বলেন, এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।

প্রসঙ্গত, আজ পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ঢালিউডের চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির মধ্যকার কথোপকথনের অডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়। এতে দেশজুড়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়।

এই অডিও ক্লিপের প্রসঙ্গে গতকাল সোমবার সৌদি আরবের হারাম শরীফ থেকে ধারণকৃত ভিডিও বার্তা ফেসবুকে আপলোড করেন মাহিয়া মাহি। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, তিনি (ডা. মুরাদ হাসান) ফল পেয়েছেন।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar