1. admin@thedailyintessar.com : rashedintessar :
ভিকি ক্যাটরিনার বিয়ে - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৩৫ পূর্বাহ্ন

ভিকি ক্যাটরিনার বিয়ে

টিডিআই রিপোর্ট :
  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। মিডিয়া থেকে অনেকটাই গোপন ছিল বিয়ের সকল আয়োজন। কিন্তু শেষমেষ ক্যাট-ভিকি দু’জনেই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি শেয়ার করেন।

মুহূর্তেই রাজস্থানের বিলাসবহুল হোটেলের বারান্দায় দাঁড়িয়ে থাকা নবদম্পতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। কাঁচের কাজ করা পাল্কিতে চড়ে বিয়ের মণ্ডপে এসেন ক্যাটরিনা। ফুল দিয়ে সাজানো হয়েছিল কনের পাল্কি।

সাদা ঘোড়ায় চেপে আসেন ভিকি। এভাবেই শুধু হয় বিয়ের অনুষ্ঠান। হলুদ, কমলা, গোলাপি পর্দা ঘেরা মণ্ডপে সাতপাকে বাঁধা পড়েন তারা।

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লাল লেহঙ্গায় দেখা যায় ক্যাটরিনাকে। আর ঘিয়ে রঙের শেরওয়ানির সাথে পাগড়ি পড়েন ভিকি।

বিয়ের পর বাজির আলোয় আলোকিত হয়ে উঠে রাজস্থানের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায়। খবর দ্যা এক্সপ্রেস, আনন্দবাজার।

বিয়েতে চার লাখ রুপির কেকের সঙ্গে ছিল মেওয়া কচুরি, গোঁদ পাক, ডাল বরফি, গুজরাতি বাখলয়া, কাজু পান, চকো বাইটের মতো একাধিক মিষ্টি।

কবাব, মাছের থালি থেকে রাজস্থানি ডাল বাটি চুরমা, ১৫ রকমের ডাল ছাড়াও বিদেশ থেকে এসেছিল ফল-সবজিও।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar