1. admin@thedailyintessar.com : rashedintessar :
কক্সবাজারে পর্যটকের ঢল : ডাল-ভাত ৪০০ টাকা, ভাত ও ভর্তা ৩০০ টাকা - The Daily Intessar
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৯:২৭ অপরাহ্ন

কক্সবাজারে পর্যটকের ঢল : ডাল-ভাত ৪০০ টাকা, ভাত ও ভর্তা ৩০০ টাকা

টিডিআই রিপোর্ট :
  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

টানা তিন দিনের ছুটিতে পর্যটন শহর কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের। এই সুযোগে হোটেল-মোটেল ও রেস্টুরেন্টেগুলোতে অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ পাওয়া গেছে। যাতায়াতের ক্ষেত্রে পরিবহনে ভাড়া আদায় করা হচ্ছে দ্বিগুণ। সাধারণ একটি রেস্টুরেন্টে শুধু ডাল-ভাতের দাম রাখা হচ্ছে ৪০০ টাকা। এক প্লেট ভাত ও আলুভর্তার দাম রাখা হচ্ছে ৩০০ টাকা। এতে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা।

এসব বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেবে জেলা প্রশাসন, পুলিশ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

এরই মধ্যে গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি হোটেলকে ২৫ হাজার জরিমানাও করা হয়েছে। আজ শনিবারও বিকালে বিভিন্ন বাহিনীর অভিযানে নামার কথা রয়েছে।

যেভাবে অভিযোগ জানাবেন

দায়েরকৃত অভিযোগ অবশ্যই লিখিত হতে হবে। সরাসরি দেওয়ার পাশাপাশি ফ্যাক্স, ই-মেইল ও ডাকযোগেও পাঠানো যাবে অভিযোগ। অভিযোগের সাথে পণ্য বা সেবা ক্রয়ের রশিদ সংযুক্ত করতে হবে। অভিযোগকারী তার পূর্ণাঙ্গ নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা, ফোন, ফ্যাক্স ও ই-মেইল নম্বর (যদি থাকে) এবং পেশা উল্লেখ করবেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটজেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারইমেইল : dccoxsbazar@mopa.gov.bdফ্যাক্স : 0341-63263

ট্যুরিস্ট পুলিশলাবনী পয়েন্ট, কক্সবাজারমোবাইল 01769-690732

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর২২০ নং কক্ষ, কক্সবাজার জেলা কার্যালয়, কক্সবাজার

উপ-পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়,

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর,

টিসিবি ভবন, বন্দরটিলা, চট্টগ্রাম, ফোন: ০৩১-৭৪১২১২

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar